মাত্র ন’দিনের মধ্যেই গোটা দেশের জনসংখ্যার ৬০ শতাংশের টিকাকরণ করে অনন্য রেকর্ড তৈরি করে ফেরেছে ভুটান। এমনই দাবি করেছে সে দেশের সরকার। তবে আপাতত সবারই প্রথম ডোজের টিকা পড়েছে।
দেশটির জনসংখ্যা ৭ লক্ষ ৭০ হাজার। এর মধ্যে ৪ লক্ষ ৭০ হাজার জনই প্রথম ডোজের টিকা পেয়ে গিয়েছে বলে দাবি করেছে ভুটান সরকার। ভুটানকে কোভিশিল্ডের ডোজ উপহার দিয়েছে ভারত। সেই টিকাই দেশের নাগরিকদের ওপরে প্রয়োগ করা হচ্ছে।
গত ২৭ মার্চ ভুটানে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। মোট ৫ লক্ষ ৩৩ হাজার প্রাপ্তবয়স্কের টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল তারা। শুধুমাত্র গর্ভবতী মহিলা, সদ্য মা হয়েছেন এমন মহিলা এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের এই তালিকা থেকে বাদ রাখা হয়েছিল।
এতদিন সত্তরোর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ করা হচ্ছিল না। তবে এবার সেটাও শুরু করা হবে বলে জানিয়েছেন ভুটানের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র। এখনও পর্যন্ত ভুটানে করোনারোগীর সঙ্গে ৯০০। এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৮৭৪ জন, মারা গিয়েছেন ১ জন। বর্তমানে ভুটানে সক্রিয় রোগী রয়েছেন ২৫ জন।