বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিতর্কিত এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তি। অভিনয় জগতে খুব অল্প সময়েই পৌঁছেছেন জনপ্রিয়তার শীর্ষে আর তার সাথেই ব্যেক্তিগত জীবন নিয়ে বার বার পেজ থ্রির শিরোনামে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি তৃতীয় স্বামির সাথেও একসাথে থাকছেননা শ্রাবন্তি। তবে বিচ্ছেদ নিয়ে শ্রাবন্তি এবং রোহণ কেও মুখ খোলেননি।
তারমধ্যেই নেটজনতাদের চর্চায় এলেন শ্রাবন্তির ছেলে ঝিনুক ওরফে অভিমন্যু। ছেলের সাথে মাঝে মধ্যেই ছবি পোষ্ট করেন শ্রাবন্তি। ঝিনুকের কিছু ছবি বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়। ঝিনুকের পাশে রয়েছে এক কন্যা। এতদিন শ্রাবন্তির পাশেই দেখা যেত ঝিনুককে কিন্তু এবার পাশে এলো অন্য কন্যা। এই কন্যার নাম দামিনী। পেশায় তিনি মডেল। এই রমনির সাথেই নাকি প্রেমে মগ্ন ঝিনুক।
প্রায় তিন বছর ধরে দামিনির সাথে সম্পর্কে রয়েছেন শ্রাবন্তি পুত্র ঝিনুক। সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ নিয়ে শোরগোল। দামিনী ইন্সটাগ্রামে বিশেষভাবে সক্রিয়। সেখানে তার প্রচুর ফলোয়ার সংখ্যা।