ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে দেশের কালিমান্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাকগামী বোয়িং ৭৩৭-৫০০ বিমানের দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা পেয়েছেন বিমানে থাকা ৬২ জন যাত্রীর দেহাংশ, মিলেছে একাধিক ধ্বংসাবশেষ। জাভা সমুদ্রে ভাসতে দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্থ বিমানের ছিন্ন বিচ্ছিন্ন যন্ত্রাংশ। রবিবার সকালে সেসব উদ্ধার করতে শুরু করেছেন উদ্ধারকারীরা।
জাভা সমুদ্রের একটা বড় অংশে ভাসছে যাত্রীদের কাপড়ের টুকরো, ব্যাগের অংশ এমনকী দেহাংশ পর্যন্ত। সেই ছবি বেশ মর্মান্তিক। বিবিসি জানাচ্ছে, কন্ট্রোল টাওয়ার থেকে সংযোগ বিচ্ছিন্ন ইন্দোনেশিয়ার বিমানটিতে ৬২ জন যাত্রী ছিলেন। আধিকারিকদের দাবি শ্রীবিজয়া এয়ার ফ্লাইট ১৮২ মাটি থেকে ১০ হাজার ফুট ওপরে ওঠার পরেই নিখোঁজ হয়ে যায়।
Sriwijaya Air flight #SJ182 lost more than 10.000 feet of altitude in less than one minute, about 4 minutes after departure from Jakarta.https://t.co/fNZqlIR2dz pic.twitter.com/MAVfbj73YN
— Flightradar24 (@flightradar24) January 9, 2021
কী কারণের বিমানটি ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটিতে ১৩০ জন যাত্রী বহন করা যায়। কিন্তু মাত্র ৬২জনকে নিয়েই আকাশে উড়েছিল এটি। তাই দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে এখনও জানা সম্ভব হয়নি।