বলিউডে চর্চিত দম্পতির মধ্যে অন্যতম হল বিপাশা এবং করন। মাঝে মধ্যেই তাদের দুষ্টু মিষ্টি মুহূর্তের ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পর দুজনেই অবশ্য সিনেমা জগত থেকে দুরেই আছেন। করনকে হেট স্টোরি ৩ এর পর থেকে আর বড় পর্দায় দেখা যায়না। বিপাশাও একই ভাবে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন সিনেমা জগত থেকে।
তবে বিপাশা সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে সক্রিয়। প্রায়ই বিভিন্ন মুহূর্তের ছবি পোষ্ট করেন নেট দুনিয়ায়। ভক্তদের সাথে এইভাবেই নিজেকে আপডেট রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর বেশ কিছু ছবি নজর কাড়ল সকলের। আর ক্যাপশনটিও দিলেন বেশ। করনের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি করলেন পোষ্ট।
এছাড়াও স্নেহের চুম্বন আঁকলেন স্বামির গালে। ক্যাপশন দিলেন “ দিন গুনছি, দুগ্গা দুগ্গা”। এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই মুহূর্তেই ভাইরাল। প্রচুর লাইক এবং কমেন্ট তার পোষ্ট জুড়ে।