
রবিবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। দার্জিলিং, কালিম্পং সহ গোটা পাহাড় থেকে উঠে যাচ্ছে লকডাউন। শনিবার এই ঘোষণা করলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনীত থাপা।
অনীত থাপা বলেন, ‘পর পর দু’সপ্তাহ
লকডাউন পালিত হয়েছে। আমরা পাহাড় পরিস্থিতির উপরে নজর রাখছি। তবে, আগামীকাল থেকে আর
লকডাউন থাকছে না। শুধুমাত্র রাজ্য সরকারের ঘোষিত পূর্ণ লকডাউনের দিনগুলি পালিত হবে।’
করোনা সংক্রমণ বাড়তে থাকায়
গত ২৫ জুলাই থেকে পাহাড়ে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছিল জিটিএ। পরবর্তীতে আরও
এক সপ্তাহ এর মেয়াদ বাড়ানো হয়। এদিনই সেই লকডাউনের শেষ দিন।