
বাচ্চাদের জন্য একদন নতুন লুকে
স্মার্টফোন নিয়ে আসল শাওমি। ভারতে চিনা পণ্য বয়কটের দাবি উঠেছে। এর জন্যে ব্যাকফুটে
শাওমি। কিন্তু তবুও নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে চাচ্ছে শাওমি। তাই এবার বাচ্চাদের
জন্য একেবারে অন্য লুকের স্মার্টফোন নিয়ে আসল শাওমি। এই স্মার্টফোনটির নাম ‘কিন আল
ফোন’।
অন্যান্য স্মার্টফোনের সঙ্গে
এই ফোনের একদমই মিল নেই। দেখে মনে হয় রিমোট। এই ফোনটিতে রয়েছে ২৪০×২৪০ পিক্সেল স্ক্রিন
রেসোলিউশন, রয়েছে ওয়াই-ফাই, জিপিএস ব্লুটুথের। ব্যাটারি ১,১৫০ এমএএইচ এর। এই ফোন
4G সিম সাপোর্ট করে। এই ফোনে ক্যামেরা ক্যামেরা আছে কি না, তা জানা যায়নি।
এই ফোনটি আপাতত তবে আপাতত চিনেই
পাওয়া যাচ্ছে। তবে আপনি Xiaomi Youpin প্ল্যাটফর্ম থেকে ফোনটি কিনতে পারবেন। কিন আল
ফোন এর দাম ভারতীয় মুদ্রায় ৪,২০০ টাকা বলে জানা গিয়েছে। এই স্মার্টফোনটি আপাতত গোলাপি
এবং সাদা রঙে পাওয়া যাচ্ছে।