
ভারতে করোনা ভাইরাস ক্রমশ ভয়াবহ
হয়ে উঠছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমন, বাড়ছে মৃত্যুও। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের
সংখ্যা প্রায় সাড়ে প্রায় সাড়ে ১১ লক্ষ। মৃত্যু হয়েছে ২৮ হাজারের উপরে। দেশ বিদেশের
বিজ্ঞানীরা রাত দিন এক করে করোনার ভ্যাকসিন তৈরির কাজ করে যাচ্ছেন। গোটা বিশ্বের মানুষ
অপেক্ষায় রয়েছেন যে, কবে একটা সুখবর আসবে।
ভ্যাকসিন আবিষ্কারের দিক দিয়ে
এগিয়ে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এদিকে ভারত বায়োটেকের তৈরি ‘কোভাক্সিন’ও আশার
আলো দেখাচ্ছে। এই পরিস্থিতিতে দেখা গেল, শাহরুখ-গৌরীর বাড়ি মন্নতকে প্লাস্টিকে মুরে
দেওয়া হয়েছে। তবে কী কারণে মন্নতকে মুরে দেওয়া হল, সে বেপারে শাহরুখ খান কিছু বলেননি।
তবে জানা যাচ্ছে, শাহরুখ নাকি এই উদ্যোগ করোনার জন্যই নিয়েছেন।
নারিমান ডুবাসের কাছ থেকে ১৯৯৫
সালে এই বাংলোটি কিনেছিলেন শাহরুখ খান। মুম্বইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গন্য করা
হয় মন্নতকে। সেই সময় মন্নতের নাম ছিল ভিলা ভিয়েনা। এই বাংলোর বাজার দর ২০০ কোটি টাকা।
২৪৪৮ স্কোয়ার মিটার জায়গা জুরে অবস্থিত শাহরুখ-গৌরীর মন্নত।