
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক
ব্যক্তির। ঘটনায় আহত ছয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে
নদীয়ার বেথুয়াডহরি টোল গেট সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়,
এই দিন সকালে কলকাতা থেকে ছানা বিক্রি করে সাতজন ব্যক্তি একটি ছোট হাতি গাড়িতে চেপে
মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া, গোপালপুরের দিকে ফিরছিলেন।
সেই সময় পথে বেথুয়াডহরি টোল গেট সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর একটি
ঘোড়ার গাড়ি কে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই সময় পিছন থেকে
দ্রুত গতিতে ছুটে আসা একটি ৭০৯ ম্যাটাডোর সজোরে গাড়িটিকে ধাক্কা মারলে গাড়িটি রাস্তার
রাস্তার উপর উল্টে যায় এবং দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়।
জানা গেছে, মৃত ব্যক্তির নাম নির্মল ঘোষ ওরফে বিকাশ ঘোষ বাড়ি আন্দুলবেড়িয়ায়। বাকি ৬ জন ব্যক্তিকে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।