রিলায়েন্স Jio-র 5G সলিউশন মডেল অনুসরণ করার জন্য বিশ্বের সব টেলিকম সংস্থার কাছে আবেদন জানাল মার্কিন যুক্তরাষ্ট্র৷

রিলায়েন্স Jio-র 5G সলিউশন
মডেল অনুসরণ করার জন্য বিশ্বের সব টেলিকম সংস্থার কাছে আবেদন জানাল মার্কিন যুক্তরাষ্ট্র৷
5G পরিকাঠামো ইস্যুতে চিনা টেলিকম সংস্থা হুয়াই-সহ চিনা সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা
নিয়ে সমালোচনাও করেছেন আমেরিকার সাইবার বিশেষজ্ঞরা৷
সংবাদ সংস্থা IANS-কে দেওয়া
এক্সক্লুসিভ সাক্ষাত্কারে মার্কিন সাইবার কূটনীতিবিদ রবার্ট এল স্ট্রেয়ার বলেন,
'আমার মনে হয় 5G প্রযুক্তির ক্ষেত্রে রিলায়েন্স জিও-র থেকে শিক্ষা নেওয়া উচিত৷ এই
উপায় অবলম্বন করেই 4G প্রযুক্তি অন্য মাত্রা পেয়েছে৷'
জিও-র ১০০ শতাংশ মেড ইন ইন্ডিয়া
5G সলিউশন অনুসরণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেন স্ট্রেয়ার৷ রিলায়েন্স
ইন্ডাস্ট্রিজ-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় গত ১৫ জুলাই সংস্থার চেয়ারম্যান মুকেশ
আম্বানি ঘোষণা করেন, 5G প্রযুক্তি নিয়ে তৈরি জিও৷ কেন্দ্র স্পেকট্রাম বণ্টন করা শুরু
করলেই আগামী বছর দেশে 5G চালু করে দেবে জিও৷
মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার
অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউমিকেশনস অ্যান্ড ইনফরমেশন পলিসির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট
সেক্রেটারি রবার্ট স্ট্রেয়ার৷ তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের আন্তর্জাতিক সাইবার
সিকিউরিটি, ইন্টারনেট, ডেটা ও প্রাইভেসি পলিসি-র যাবতীয় বিষয়ে নিযুক্ত টিমের নেতৃত্বে
রয়েছেন৷
স্ট্রেয়ারের কথায়, 'আমাদের
লক্ষ্য 5G প্রযুক্তিতে শিফট করা৷ তাই আমাদের উচিত সরকার ও টেলিকম সংস্থাগুলিকে উত্সাহ
দেওয়া, কী ভাবে তারা দ্রুত 5G প্রযুক্তিতে নিজেদের শিফট করতে পারে৷ অবিশ্বাসযোগ্য
সংস্থা নয়, কোনও বিশ্বস্ত সংস্থার মাধ্যমে এই প্রযুক্তি কার্যকর করা দরকার৷'
স্পেনের সংস্থা টেলিফোনিকা,
ফ্রান্সের অরেঞ্জ, ভারতেও জিও ও অস্ট্রেলিয়ার টেলস্ট্রা, দক্ষিণ কোরিয়ার একে অ্যান্ড
কেটি, জাপানের এনটিটি, কানাডা ও সিঙ্গাপুরের টেলিকম অপারেটরদের প্রশংসা করেছে মার্কিন
যুক্তরাষ্ট্র৷ আমেরিকার বক্তব্য, এরা সবাই বিশ্বস্ত সংস্থাকে ব্যবহার করছে 5G প্রযুক্তির
জন্য৷
5G প্রযুক্তির জন্য Huawei
বা ZTE-র মতো চিনা সংস্থাগুলির উপরে ভরসা না করার জন্য বিশ্বের সব টেলিকম সংস্থার কাছে
আর্জি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷
স্ট্রেয়ারের বক্তব্য, 'হুয়াই বা ZTE-র মতো চিনা সংস্থার 5G নেটওয়ার্ক ব্যবহার করা খুবই বিপজ্জনক৷ সরকারি তথ্য, বাণিজ্যিক বা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থেকে যাবে৷'