
চলতি বছরেই জিওমার্ট ই-কমার্স পরিষেবা শুরু করেছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতদিন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকেই এই পরিষেবা ব্যবহার করা যাচ্ছিল। এবার হাজির হল পৃথক জিওমার্ট অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করেই অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা কেনাকাটা করতে পারবেন।
এই মুহূর্তে গোটা দেশের ২০০টি
শহরে জিওমার্ট পরিষেবা শুরু হয়েছে। জিওমার্ট অ্যাপ ব্যবহার করে নেট ব্যাংকিং, ডেবিট
ও ক্রেডিট কার্ড সহ বিভিন্ন উপায়ে পেমেন্ট করা যাবে। এছাড়াও থাকছে ক্যাশ অন ডেলিভারির
অপশন। আপাতত নির্বাচিত শহরে এই পরিষেবা শুরু হলেও শীঘ্রই গোটা দেশে ই-কমার্স পরিষেবা
নিয়ে আসবে মুকেশ আম্বানির কোম্পানি।
জিওমার্ট
অ্যাপ ব্যবহার করবেন কীভাবে?
অ্যানড্রয়েড ফোনে প্লে স্টোর
ও আইফোনে অ্যাপ স্টোর থেকে জিওমার্ট অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে। অন্যান্য ই-কমার্স
প্ল্যাটফর্মের মতোই যে জিনিসগুলি কিনতে চান কার্টে যোগ করে পছন্দের উপায়ে পেমেন্ট করতে
হবে। কোম্পানির দাবি জিওমার্ট থেকে কেনাকাটা করলে এমআরপি থেকে ৫ শতাংশ কম দামে কেনাকাটা
করা যাবে।
জিওমার্টের
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
এই মুহূর্তে জিওমার্ট থেকে
মুদিখানা জিনিস, সবজি, ফল, দুগ্ধজাত পদার্থ ও ব্যক্তিগত দেখাশোনার জিনিস পাওয়া যাচ্ছে।
যদিও চলতি মাসে কোম্পানির বার্ষিক সাধারণ সভা থেকে মুকেশ আম্বানি জানিয়েছেন জিওমার্ট
থেকে স্বাস্থ্য, ফ্যাশন, ইলেকট্রনিক্স ও ওষুধ বিক্রি শুরু হবে।
ইতিমধ্যেই ভারতের ই-কমার্স বাজারে রয়েছে আমাজন, ফ্লিপকার্টের মতো বড় নাম। এছাড়াও মুদিখানা ও সবজি ডেলিভারির জন্য রয়েছে বিগ বাস্কেট, ও গ্রোফার্স। মে মাসে লঞ্চ হওয়ার পর থেকে জিওমার্টে প্রতিদিন আড়াই লক্ষ অর্ডার আসছে। সম্প্রতি এই তথ্য জানিয়েছিলেন মুকেশ আম্বানি। বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে শীঘ্রই আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে জিওমার্ট।