
কৃষ্ণনগর পুলিশ সুপারের কার্যালয়ে
আজ উদ্বোধন হলো একটি আপস। ‘ভরসা’ এই আপস এর মাধ্যমে সাধারণ নাগরিক দ্রুত জানাতে পারবে
তাদের সমস্যা।এই দিন এই ভরসা নামক আপস এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো।উপস্থিত ছিলেন পুলিশ
সুপার আজমল কিদওয়া সহ পুলিশের পদস্থ অফিসার ও পুলিশ কর্মী।