সুশান্ত আলাদা করে নজর কাড়েন মহেন্দ্র সিং ধোনির বায়োপিক থেকে ৷ লুক চেঞ্জ থেকে অভিনয় ! ধোনির বায়োপিক দিয়ে সুশান্ত সিং রাজপুত প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া ৷

রবিবার দুপুরবেলা গোটা দেশ
যে এরকম একটা খবর পাবে তা আন্দাজও করা যায়নি ৷ হঠাৎই ব্রেকিং নিউজ ! যে ‘নায়ক’ সিনেমার
পর্দায় জীবনের লড়াই দেখাতেন, যে নায়কের এক হাসিতেই মেয়েরা কাবু হতেন, সেই নায়ক
আজ নেই ! তাঁর ঝুলন্ত মৃতদেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করল পুলিশ ! মেডিক্যাল রিপোর্টে
মানসিক অবসাদ ! কী দুঃখ মনের মধ্যে চেপে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত ? কেন এরকম পরিণতি
প্রতিভাবান নায়কের ! স্তব্ধ গোটা দেশ ৷ গোটা বলিউড ৷
এই তো সেদিন সিনেমায় পা রাখেন
সুশান্ত ৷ তাঁর আগে ছোট পর্দায় ধারাবাহিক ৷ বিশেষ করে ‘পবিত্র রিস্তা’তে তাঁর অভিনয়
ঘরে ঘরে সমাদৃত হয় ৷ তারপর সোজা বলিউডে ডাক ৷ তিন নায়কের ‘কই পো চে’ ছবিতে আলাদা
করে নজর কাড়েন সুশান্ত ৷ তারপর আর দেখে কে, একের পর এক অফার ৷ চকোলেট হিরো হিসেবে
পর পর প্রেমের ছবি ৷ ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’-তে মাস্টারস্ট্রোক ৷ হঠাৎ করে
অভিনয়ের স্টাইল বদলে ফেলে ধুতি পঞ্জাবিতে বাঙালির ব্যোমকেশ বক্সী হয়েও পর্দায় আসেন
তিনি৷ প্রশংসা পান প্রচুর ৷
তবে সুশান্ত আলাদা করে নজর
কাড়েন মহেন্দ্র সিং ধোনির বায়োপিক থেকে ৷ লুক চেঞ্জ থেকে অভিনয় ! ধোনির বায়োপিক
দিয়ে সুশান্ত সিং রাজপুত প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া ৷
এরপর রাবতা, ওয়েলকাম টু নিউইয়র্ক,
কেদারনাথ, সোনচিড়িয়ে, ছিছোড়ে ৷ মাত্র ১১ টা ছবি ৷ দিল বেচারা মুক্তি পেলে কেরিয়ারে
অন্তত এক ডজন ছবি তাঁর ঝুলিতে থাকতে পারত ৷ কিন্তু তাঁর আগেই চলে গেলেন ! কেন?
রবিবার মুম্বইয়ের বান্দ্রা
এলাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার
করে পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷
ঠিক কী কারণে অভিনেতা সুশান্ত
সিং রাজপুত আত্মহত্যা করেছেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত
শুরু করেছে ৷
বিহারের পুর্ণিয়ার ছেলে সুশান্ত
সিং অভিনয় জগতে পা রাখেন ছোট পর্দা থেকেই তাঁর অভিনীত কিস দেশ মে হ্যায় মেরা দি,
পবিত্র রিস্তা- থেকে ঘরে ঘরে সবাই চিনতে শুরু করেন সুশান্ত সিং রাজপুতকে ৷ ‘কই পো
চে’ ছবি থেকেই বলিউডের নায়কের পরিচয় পান সুশান্ত সিং রাজপুত ৷ বড় পর্দায় তাঁর শেষ
ছবি ছিছোড়ে ৷ তবে নেটফ্লিক্সের ছবি ‘ড্রাইভ’-এ তাঁকে দেখা গিয়েছিল শেষবার ৷
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পেয়ে রীতমতো চমকে উঠেছে বলিউড থেকে সাধারণ মানুষ ৷