
লকডাউনে একেবারে ধামাকা খবর
দিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া৷ সোশ্যাল মিডিয়ায় স্ত্রী
নাতাশা স্টানকোভিচের ‘বেবি বাম্পে’র ছবি শেয়ার করে হার্দিক জানালেন শীঘ্রই তিনি বাবা
হতে চলেছেন !
এখানেই শেষ নয়, একই সঙ্গে
সোশ্যাল মিডিয়াতে হার্দিক শেয়ার করলেন নাতাশার সঙ্গে তাঁর ছিমছাম বিয়ের ছবিও !
লকডাউনের মাঝেই যে তিনি ছক্কা হাঁকিয়েছেন তা ফ্যানদের নিজেই জানালেন হার্দিক৷
নাতাশার বেবি বাম্পের ছবি শেয়ার
করে হার্দিক লিখলেন, ‘নাতাশা ও আমার এই প্রেমের সফরটা খুবই আনন্দময় ও সুখের ৷ আর এবার
তো এই সফরটা আরও রঙিন হতে চলেছে ৷ আমাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য ৷ আমি আর নাতাশা
দু’জনেই খুব উত্তেজিত নতুন জীবনে পা রাখার জন্য ৷ আপনাদের সবার আর্শিবাদ চাই...’
হার্দিকের পরিবারকে সঙ্গে নিয়ে নাতাশা মেতে উঠলেন ঘরোয়া পার্টিতে৷ হার্দিককে নিয়ে কাটলেন কেক ৷