
ফের চমক Jio-র। বিনামূল্যে
গ্রাহকদের ২ জিবি ডেটা দিচ্ছে সংস্থা। তবে ৫ দিনের মধ্যেই এই ডেটা ব্যবহার করতে হবে।
১২৯ টাকার প্রিপেড প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটির সঙ্গে অন্যান্য নেটওয়ার্কে কল করার
জন্য অতিরিক্ত ১০০০ মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে।
তবে ‘ওয়ার্ক ফ্রম হোম' অ্যাড-অন
প্যাকে ৩০ দিন ভ্যালিডিটি দিচ্ছে Jio। গত সপ্তাহেই এই প্যাক নিয়ে এসেছিল মুম্বাইয়ের
টেলিকম সংস্থাটি। ১৫১ টাকা, ২০১ টাকা আর ২৫১ টাকার প্রিপেড প্ল্যানের সঙ্গে ৩০ জিবি,
৪০ জিবি আর ৫০ জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে Jio। এই তিনটি অ্যাড-অন প্যাকের সঙ্গেই ৩০
দিনের ভ্যালিডিটি দিচ্ছে।
MyJio অ্যাপ বা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই প্ল্যান বা অতিরিক্ত ডেটার বিষয়ে বিষদে জেনে নেওয়া যেতে পারে। কারণ, নির্বাচিত গ্রাহকরাই এই অতিরিক্ত ২ জিবি ডেটার সুবিধা পাবেন।