
রিখটারস্কেল—এ
কম্পনের মাত্রা ৪.৬। কিন্তু দিল্লিনিবাসী অনেকেউই বলছেন, কেঁপে উঠেছি। শুক্রবার রাতে
কেঁপে উঠল রাজধানী। নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে। দিল্লি ছাড়া হরিয়ানা, পাঞ্জাবের
বাসিন্দারও দুলে উঠেছিলেন বলে দাবি করেছেন। জানা গিয়েছে ভূমিকম্পের উত্সস্থল দিল্লি
থেকে ৬৫ কিমি দূরে হরিয়ানার রোহতক। শুক্রবার রাত নটা বেজে আট মিনিট নাগাদ কম্পন অনুভূত
হয় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে।
মার্কিন
যুক্তরাষ্ট্রের জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। এখনও পর্যন্ত
প্রাণহানির কোনও খবর নেই। এমনকী ক্ষয়ক্ষতির কোনও খবরও পাওয়া যায়নি। তবে রাজধানীর
বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভূমিকম্পের ঝটকা হালকা হলেও ১০ থেকে ১৫ সেকেন্ড
পর্যন্ত কম্পন অনুভূত হয়েছিল বলে জানিয়েছেন দিল্লির বাসিন্দারা। গাজিয়াবাদ, গ্রেটার
নয়ডা, ফরিদাবাদেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
রিখটারস্কেল—এ
কম্পনের মাত্রা ৪.৬। কিন্তু দিল্লিনিবাসী অনেকেউই বলছেন, কেঁপে উঠেছি। শুক্রবার রাতে
কেঁপে উঠল রাজধানী। নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে। দিল্লি ছাড়া হরিয়ানা, পাঞ্জাবের
বাসিন্দারও দুলে উঠেছিলেন বলে দাবি করেছেন। জানা গিয়েছে ভূমিকম্পের উত্সস্থল দিল্লি
থেকে ৬৫ কিমি দূরে হরিয়ানার রোহতক। শুক্রবার রাত নটা বেজে আট মিনিট নাগাদ কম্পন অনুভূত
হয় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। এমনকী ক্ষয়ক্ষতির কোনও খবরও পাওয়া যায়নি। তবে রাজধানীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভূমিকম্পের ঝটকা হালকা হলেও ১০ থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়েছিল বলে জানিয়েছেন দিল্লির বাসিন্দারা। গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, ফরিদাবাদেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।