বিদেশে
আটক ভারতীয়দের নিয়ে কলকাতায় আসছে প্রথম বিমান৷ আগামী ১৮ মে, সোমবার বাংলাদেশ থেকে
১৬০ জন যাত্রীকে নিয়ে কলকাতায় আসবে একটি বিমান৷ এ দিন নবান্নে এ কথা জানিয়েছেন রাজ্যের
স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷
বন্দে
ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ে বিদেশ থেকে যে রাজ্যগুলিতে বিশেষ বিমান আসার কথা ছিল,
তাতে নাম ছিল না পশ্চিমবঙ্গের৷ যা নিয়ে কেন্দ্র- রাজ্যের মধ্যে চাপানউতোর শুক্রবার
প্রকাশ্যে চলে আসে৷ রাজ্যের তরফে ট্যুইট করে দাবি করা হয়, বিদেশে আটক রাজ্যের বাসিন্দাদের
নিয়ে বিমান কলকাতায় এলে রাজ্য যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ পালনে যে তৈরি, গত ৮ মে
চিঠি দিয়ে তা কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল৷ তার পরেও কেন্দ্রের তরফে
রাজ্যে কোনও বিমান আসার খবর জানায়নি৷ পরে অবশ্য বিদেশমন্ত্রকের তরফে পাল্টা ট্যুইট
বার্তায় রাজ্যের উদ্যোগকে স্বাগত জানানো হয়৷ খুব শিগগিরই কলকাতায় বিমান আসবে বলেও
ইঙ্গিত দেওয়া হয় কেন্দ্রের তরফে৷
বাংলাদেশ
থেকে বিমান আসার খবরে বিদেশে আটক রাজ্যের বাসিন্দাদের ফেরানো নিয়ে কেন্দ্রের সঙ্গে
রাজ্য সরকারের টানাপোড়নে সম্ভবত ইতি পড়ল৷ রাজ্যের স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, যাঁরা
ওই বিশেষ বিমানে ফিরবেন, তাঁদের ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
যদি নিজের খরচে কেউ কোনও হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে চান, তাহলে কোন কোন হোটেলে সেই
সুবিধে পাওয়া যাবে, সেই তালিকা বিদেশমন্ত্রককে দিয়ে দেওয়া হয়েছে৷ এ ছাড়া নিখরচায়
সরকারি কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা তৈরি রাখা হয়েছে৷