মারণ
করোনা ভাইরাসের সংক্রমণ কিছুতেই ঠেকানো যাচ্ছে না ৷ মারণ এই ভাইরাস একটির একটি দেশে
মারণ যজ্ঞ শেষ করে পৌঁছে যাচ্ছে আরও একটি নতুন দেশে৷ তৈরি হচ্ছে নয়া হটস্পট ৷ গত ২৪
ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৷ সারা পৃথিবীতে মোট সংক্রমিতের
সংখ্যা ৩৭,২৪,০০০৷ মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ২লক্ষ ৫২ হাজার ৷ মঙ্গলবার আমেরিকায়
নতুন করে সংক্রমণের ২৫ হাজার কেস সামনে এসেছে৷ তাদের দেশে মোট আক্রান্ত ১২,৩৭,০০০৷
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪০০ মানুষের ৷
মোট মৃতের সংখ্যা ৭২,২৭০ ৷ করোনা সংক্রমণের
নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার সংক্রমণের ঘটনা সামনে
এসেছে ৷ মোট আক্রান্তের সংখ্যা ১,৫৫,০০০৷ একদিনে মারা গেছেন ৯৫ মোট মৃতের সংখ্যা ১৪৫১৷
ব্রাজিলে মঙ্গলবার নতুন সংক্রমণের সংখ্যা ৬৪৪৯ ৷ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭৮ জনের
৷ মোট মৃতের সংখ্যা ৭৯২১ ৷ সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ি ভারতে মোট সংক্রমিতের
সংখ্যা ৪৬,৭১১৷ মোট মৃত ১৫৮৩ ৷ ইউরোপ , আমেরিকায় মারণ যজ্ঞ চালিয়ে এখন সেখানে রোজ
আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারের কার্ভ ফ্ল্যাট হওয়ার দিকে প্রবণতা দেখাচ্ছে অন্যদিকে
ব্রাজিল, রাশিয়া, ভারতের ক্ষেত্রে এখন কার্ভ রোজই ওপরের দিকে উঠছে ৷ তাই নতুন হটস্পটের
আশঙ্কায় প্রহর গুনছে এই দেশগুলি ৷
Post Top Ad
Wednesday, May 6, 2020

Home
coronavirus
covid 19
India
World
করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বিশ্বের নতুন হটস্পট ভারত, ব্রাজিল,রাশিয়া
করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বিশ্বের নতুন হটস্পট ভারত, ব্রাজিল,রাশিয়া
Tags
# coronavirus
# covid 19
# India
# World
Share This
About Admin
World
Labels:
coronavirus,
covid 19,
India,
World
Post Bottom Ad
Author Details
Read the latest Bengali news on politics, sports, business, entertainment, horoscope and more from India's leading Online Newspaper Nadia24x7