করোনা
ভাইরাসের ঝুঁকি পরীক্ষা করার জন্য নতুন টুল নিয়ে এসেছিল জিও। সম্প্রতি একটি রিপোর্টে
জানানো হয়েছে, এই টুল ব্যবহার করে যে সব গ্রাহকরা নিজের করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি
পরীক্ষা করেছেন সেই সব গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এসেছে। এই রিপোর্টটি সামনে
আসার পরেই সেই সব তথ্য ইন্টারনেটে থেকে সরিয়ে নিয়েছে জিও।এপ্রিল মাসের ১৭ তারিখ থেকে
সেই তালিকায় বিভিন্ন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ছিল। এই সুরক্ষায় গফিলতি ১ মে ইন্টারনেট
সুরক্ষা বিশেষজ্ঞ অনুরাগ সেন খুঁজে পান।
তিনি
জানিয়েছেন, এই ডাটাবেস ইন্টারনেটে পাসওয়ার্ড ছাড়াই সেভ ছিল। গ্রাহকের ব্যক্তিগত তথ্য
এইভাবে ইন্টারনেটে পাসওয়ার্ড ছাড়া পরে থাকার খবর সামনে আসার পরেই ইন্টারনেট থেকে তা
সরিয়ে নিয়েছে জিও।
তবে
এখনও পর্যন্ত সেই তথ্য হ্যাকারের কোন হাতে পৌঁছে গিয়েছে কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে
না। জিওর মুখপাত্র তুষার পানিয়া জানিয়েছেন, তাঁরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। লগিং
সার্ভারে ওয়েবসাইটের পারফর্মেন্স মনিটর হচ্ছিল, সেখানেই উপসর্গ জানিয়ে করোনার ঝুঁকি
পরীক্ষা করছিলেন গ্রাহকরা।