প্রায়
৪০ দিন পর মদের দোকান খুলল দেশের অধিকাংশ রাজ্যে ৷ সোমবার থেকে পশ্চিমবঙ্গেও স্ট্যান্ড
অ্যালোন লিকার শপে শুরু হল মদ বিক্রি ৷ প্রথম দিনেই বিক্রি ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড
৷ মদ বেচে রাজ্যগুলির কোষাগারে জমা পড়েছে কোটি কোটি টাকা ৷ মাত্র একদিনে এত টাকার
মদ বিক্রিতে সকলেরই চক্ষু চড়কগাছ ৷ দোকান খোলার আগে থেকে লম্বা লাইন পড়ে সর্বত্র
৷ ভোর রাত থেকেই লাইনে সুরাপ্রেমীরা ৷ শাটার উঠতেই কোথাও কোথাও তো শুরু হয়ে গেল বাজি
ফাটিয়ে বিজয় উৎসব ৷ রাজ্য নির্বিশেষে বেশিরভাগ জায়গায় একই চিত্র ৷ আয়ের উৎস নেই।
উৎপাদন নেই। রোজগারের মোটে তিন উৎস-রাজস্ব, ভ্যাটের অংশ, কেন্দ্রের অনুদান ৷
শুধুমাত্র
মদ বিক্রি করে একদিনেই পশ্চিমবঙ্গের কোষাগারে জমা পড়ল ৪০ কোটি টাকা রাজস্ব ৷ তৃতীয়
দফার লকডাউনে নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে শহরের মদের দোকানগুলি, জানায় রাজ্য
সরকার। এদিন দোকান খোলার আগেই লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেক ব্যক্তিকে কুপন বন্টন
করা হয়। দোকানের বাইরে নির্দেশিকা ঝোলানো হয়েছিল। মাস্ক পড়ে আসুন না হলে মদ বিক্রি
হবে না। সোমবার দুপুর তিনটে থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা ছিল মদের দোকান। দীর্ঘ দিন
পর খুলেছে মদের দোকান ৷ এক দিনে সুরাপ্রেমীদের উন্মাদনায়, তাতেই রাজ্যের লাভ ৪০ কোটি
টাকা ৷ যদিও সব রাজ্যকে মদ বিক্রির লাভে টেক্কা দিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছে উত্তরপ্রদেশ
৷ সেখানে এক দিনেই লাভের অঙ্ক ১০০ কোটি ৷ যোগী রাজ্যে মদ বিক্রিতে রাজ্যের রাজস্ব আয়
১০০ কোটি টাকা ৷
Post Top Ad
Wednesday, May 6, 2020

Home
Liquor Shop
State
একদিনে পশ্চিমবঙ্গের রাজস্ব লাভ ৪০ কোটি, লকডাউনে মদ বিক্রিতে রেকর্ড, শীর্ষে উত্তরপ্রদেশ
একদিনে পশ্চিমবঙ্গের রাজস্ব লাভ ৪০ কোটি, লকডাউনে মদ বিক্রিতে রেকর্ড, শীর্ষে উত্তরপ্রদেশ
Post Bottom Ad
Author Details
Read the latest Bengali news on politics, sports, business, entertainment, horoscope and more from India's leading Online Newspaper Nadia24x7