আবহাওয়া
দফতরের সতর্কতা জারি করা ছিলই ৷ আর সেটাই সত্যি হল ৷ মঙ্গলবার রাত থেকে শুরু প্রবল
ঝড় বৃষ্টি৷ । সকাল বেলায় ঘণ্টা দুয়েক হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ কলকাতা
দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, হাওড়া হুগলিতে এই রকমের আবহাওয়া জারি থাকবে ৷ রাজ্যের
ওপর দুটো নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে ৷ বুধবার ভোররাত নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের
ওপর দিয়ে তিন মিনিটের এক প্রবল ঝড় বয়ে যায় ৷ ঝড়ের গতিবেগ ছিল
৭১ কিলোমিটার প্রতি ঘণ্টা। এদিকে দুই নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ
ও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি দফায় দফায় চলবে ৷ কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় আংশিক
মেঘলা আকাশ। জলীয়বাষ্প বেশি থাকার কারণে বাাতাসে প্রচুর আর্দ্রতা থাকবে৷
Post Top Ad
Post Bottom Ad
Author Details
Read the latest Bengali news on politics, sports, business, entertainment, horoscope and more from India's leading Online Newspaper Nadia24x7