প্রায়
৫০ দিন পরে জ্বালানিতে ভ্যাট বাড়াল দিল্লির সরকার। যার জেরে দিল্লিতে পেট্রোলের দাম
লিটার পিছু ১.৬৭ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ৭.১০ পয়সা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির জেরে
দিল্লিতে পেট্রোলের দাম গিয়ে দাঁড়াল লিটার পিছু ৭১.২৬ এবং ডিজেল লিটার পিছু ৬৯.২৯।
সোমবার এই দুই জ্বালানির দাম ছিল যথাক্রমে লিটার পিছু ৬৯.৫৯ এবং ৬২.২৯।
চেন্নাইতেও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের দাম লিটার পিছু বেড়েছে ৩.২৬ টাকা। এদিন লিটার পিছু পেট্রোলের দাম দাড়িয়েছে ৭৫.৫৪ টাকা এবং ডিজেলে লিয়ার পিছু ৬৮.২২ টাকা। এদিন রাজ্যে রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। দাম বৃদ্ধি হয়েছে অসম, হরিয়ানা, নাগাল্যান্ড, কর্নাটকেও। মুম্বই ও কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় এদিন পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ৭৩.৩০ এবং ৬৫.২০ টাকা।