WWE স্টার জন সিনা ঋষি কাপুরকে শ্রদ্ধা জানালেন, পোস্ট করলেন ছবি - Nadia24x7

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 2, 2020

WWE স্টার জন সিনা ঋষি কাপুরকে শ্রদ্ধা জানালেন, পোস্ট করলেন ছবি


ঋষি কাপুর গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত দু বছর লিউকেমিয়ার সাথে লড়াই করার পর পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে এই তারকা চাইল্ড অ্যাক্টর হিসেবে ইন্ডাস্ট্রি তে পা রেখেছিলেন এবং তার প্রতিভাকে কাজে লাগিয়ে তার দর্শকের মনোরঞ্জন করে গেছেন কিছু অসাধারণ পারফরম্যান্স দিয়ে

এই মর্মান্তিক ঘটনা ঘটতেই WWE চ্যাম্পিয়ান এবং হলিউড অভিনেতা জন সিনা একটি ছবি আপলোড করেন ঋষি কাপুর এর ছবি টি তে কোনো ক্যাপশন না থাকলেও সেটি যে প্রয়াত ঋষি কাপুরকে শ্রদ্ধা জানানোর জন্য তা অত্যন্ত স্পষ্ট

জন সিনার এই ছবি তে তার এক ভক্তের কমেন্ট সবার নজর কাড়ে কমেন্টটি হলো “legend posting about legend”

এটি প্রথম বার নয় যখন জন সিনা তার ইনস্টাগ্রামে কোনো বলিউড তারকার ছবি আপলোড করেছেন
বিগ বস প্রতিযোগী এবং মডেল আসীম রিয়াজকে নিয়েও জন সিনা তাকে নিজের সোশ্যাল মিডিয়ার দ্বারা শ্রদ্ধা জানান বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর ছেলে ভিয়ান যখন পরিবেশ সচেতনতা নিয়ে একটি ভিডিও বানায়, জন সিনা কে সেটি তার একাউন্টে শেয়ার করতে দেখা গেছিল

Post Bottom Ad