আজ (৩১ মার্চ) রাতে ওই নারী মারা যান। আরফা বেগম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আবুল হোসেনের স্ত্রী।
বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারী চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে ওই নারীর জ্বর বা কাশি ছিল না। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা আমরা নিশ্চিত নই। এটি জানতে আজ (১ এপ্রিল) তার নমুনা পরীক্ষা করা হবে।
ঢাকার বাইরে যে ১০টি স্থানে এখন করোনা ভাইরাসের পরীক্ষা চলছে তার মধ্যে বিআইটিআইডি একটি। মঙ্গলবার পর্যন্ত এখানে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা হলেও তাদের কারও মধ্যেই করোনা ভাইরাস পাওয়া যায়নি।
অর্থসূচক/এএইচআর