সমস্ত রেকর্ড ভেঙেচুরে যাচ্ছে । সমস্ত দেশের, সমস্ত রেকর্ড ভেঙে এবার একদিনে আমেরিকাতে করোনায় মৃত সাড়ে চার হাজার মানুষ । এই মৃত্যুর হার এখনও পর্যন্ত সর্বোচ্চ । মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬ হাজার ৮০০ জন । গতকাল ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ২৬০০ । আজ সেটা দ্বিগুণ হয়ে গিয়েছে একলাফে । মোট মৃতের সংখ্যা ছুঁয়েছে ৩৫ হাজারে । নিউইয়র্কেই এখন কোভিড-১৯-এর এপিসেন্টার বা ভরকেন্দ্র ধরা হচ্ছে । শুধু এই প্রদেশেইমৃত্যু হয়েছে ১২ হাজার মানুষের । তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা্ম্পের দাবি, বিপদ কাটিয়ে ধীরে ধীরে এবার ছন্দে ফিরছে মার্কিন যুক্তরাষ্ট্ৰ। এবার তিনি আর্থিক পুনরুজ্জীবনের নির্দেশিকা জারি করবেন। ট্রাম্প জানিয়েছেন, তিন ধাপে আমেরিকার অর্থনৈতিক জীবন শুরু করার কথা নির্ধারণ করেছেন মার্কিন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু প্রতিবার এক একটি করে পদক্ষেপ এক্ষেত্রে করতে হবে। একবারে সমস্ত প্রদেশের কাজকর্ম শুরু করা হচ্ছে না। যে প্রদেশগুলিতে করোনা ভাইরাসের প্রকোপ একেবারেই দেখা যায়নি, সেগুলি প্রথমে খুলে দেওয়া হবে। তারপর ধীরে ধীরে অন্য প্রদেশগুলি খোলা হবে। তবে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন নির্দিষ্ট প্রদেশের গভর্নররা। তাঁরা ঠিক করবেন কীভাবে, কখন লকডাউন তোলা হবে। আসলে এই অবস্থায় প্রতিটি অঞ্চলে উন্নয়নমূলক কাজের জন্যে ঘুঁটি সাজাতে চাইছেন ট্রাম্প। নভেম্বরে ভোট। সে কথা মাথায় রেখেই উন্নয়নের মন্ত্র জপ করছেন মার্কিন প্রেসিডেন্ট।
Post Top Ad
Post Bottom Ad
Author Details
Read the latest Bengali news on politics, sports, business, entertainment, horoscope and more from India's leading Online Newspaper Nadia24x7