Sunday, April 12, 2020

একদিনে সংক্রমিত ১০০ , মারণ ভয় দেখাতে ফের চিনে ফিরেছে করোনামারণ রোগ করোনার আতঙ্ক রোজই কম হওয়ার বদলে বেড়েই চলেছে তিন মাস লকডাউন থাকার পর চিনের ইউহান প্রদেশ থেকে সংক্রমণ মুক্তি ঘটেছে ঘোষণা করার পর ফের একটি দুটি করে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসতে শুরু করেছিল

গত চব্বিশ ঘণ্টায় সকলের ভীতি বাড়িয়ে ১০০ টি নতুন সংক্রমণের ঘটনা পাওয়া গেল চিন থেকে কয়েকদিনের প্রেক্ষিতে একদিনে এটাই সবচেয়ে বেশি সংক্রমণ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন ৬৩ টি মামলা এমন এসেছে যে গুলিতে কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ৮২,০৫২ জন মোট চিনে সংক্রমিত হল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া অতিমারি ফের ছড়াতে শুরু করায় চিন্তায় চিন শনিবার জানা গেছে ১২৮০ টি কেস এমন যেখানে বাইরের দেশ থেকে সংক্রমণ এসেছে এর মধ্যে ৪৮১ জন সুস্থ হয়ে উঠেছেন ৭৯৯ জনের চিকিৎসা চলছে আর ৩৬ জনের অবস্থা সংকটজনক

শনিবারের যে ১০০ টি কেস এসেছে তার মধ্য ৯৭ জনই বিদেশ থেকে ফিরেছেন কোভিজ ১৯ - জীবাণু সংক্রমণ নিয়ে

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.