মারণ রোগ করোনার আতঙ্ক রোজই কম হওয়ার বদলে বেড়েই চলেছে ৷ তিন মাস লকডাউন থাকার পর চিনের ইউহান প্রদেশ থেকে সংক্রমণ মুক্তি ঘটেছে ঘোষণা করার পর ফের একটি দুটি করে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসতে শুরু করেছিল ৷
গত চব্বিশ ঘণ্টায় সকলের ভীতি বাড়িয়ে ১০০ টি নতুন সংক্রমণের ঘটনা পাওয়া গেল চিন থেকে ৷ কয়েকদিনের প্রেক্ষিতে একদিনে এটাই সবচেয়ে বেশি সংক্রমণ ৷ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন ৬৩ টি মামলা এমন এসেছে যে গুলিতে কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ৷ ৮২,০৫২ জন মোট চিনে সংক্রমিত হল ৷ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া অতিমারি ফের ছড়াতে শুরু করায় চিন্তায় চিন ৷ শনিবার জানা গেছে ১২৮০ টি কেস এমন যেখানে বাইরের দেশ থেকে সংক্রমণ এসেছে ৷ এর মধ্যে ৪৮১ জন সুস্থ হয়ে উঠেছেন ৷ ৭৯৯ জনের চিকিৎসা চলছে ৷ আর ৩৬ জনের অবস্থা সংকটজনক ৷
শনিবারের যে ১০০ টি কেস এসেছে তার মধ্য ৯৭ জনই বিদেশ থেকে ফিরেছেন কোভিজ ১৯ -র জীবাণু সংক্রমণ নিয়ে ৷