Friday, April 17, 2020

এই অ্যাপগুলো ডাউনলোড করলেই প্রিয়জনরা আসবেন কাছেএই লকডাউনে সবাই সবার থেকে দূরে যে যাঁর বাড়িতে রয়েছেন, লকডাউনে সবই বন্ধ ইচ্ছা হলেও প্রিয় মানুষটার কাছে যাওয়ার উপায় নেই কিন্তু ঘরে বসেই তাঁদের সঙ্গে জড়িয়ে থাকার উপায় তো রয়েছে কী ভাবে? এই প্রশ্নটাই নিশ্চয়ই আপনার মাথায় আসছে? খুবই সহজ মাত্র কয়েকটি অ্যাপ ডাউনলোড করে নিন নিজের মোবাইলে ব্যাস সমস্ত সমস্যার সমাধান এই মুহূর্তে কয়েকটি ভিডিও কলিং অ্যাপ দারুণ চলছে বাজারে এই কলিং অ্যাপগুলিতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে চুটিয়ে গল্প করুন প্রথমেই বলতে হয় জুম অ্যাপের কথা এই লকডাউনের বাজারে এই অ্যাপটির কদর বেড়েছে হু হু করে তার প্রথম কারণ অবশ্যই এই কলিং অ্যাপটিতে বহু মানুষের সঙ্গে একসঙ্গে কথা বলা যায় ফলে অফিসের কনফারেন্স কল, স্কুলের অনলাইন ক্লাস...সবটাই হচ্ছে জুমের মাধ্যমে এছাড়াও রয়েছে হ্যাং আউট জিমেইল-এর এই অ্যাপটিতেও করতে পারেন ভিডিও কল গুগলের সিক্যুরিটির সঙ্গে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন

ব্যবহার করতে পারেন স্কাইপিও এছড়াও হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের ভিডিও কলের অপশন তো আছেই #কলকাতা: এই লকডাউনে সবাই সবার থেকে দূরে যে যাঁর বাড়িতে রয়েছেন, লকডাউনে সবই বন্ধ ইচ্ছা হলেও প্রিয় মানুষটার কাছে যাওয়ার উপায় নেই কিন্তু ঘরে বসেই তাঁদের সঙ্গে জড়িয়ে থাকার উপায় তো রয়েছে কী ভাবে? এই প্রশ্নটাই নিশ্চয়ই আপনার মাথায় আসছে? খুবই সহজ মাত্র কয়েকটি অ্যাপ ডাউনলোড করে নিন নিজের মোবাইলে ব্যাস সমস্ত সমস্যার সমাধান এই মুহূর্তে কয়েকটি ভিডিও কলিং অ্যাপ দারুণ চলছে বাজারে এই কলিং অ্যাপগুলিতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে চুটিয়ে গল্প করুন প্রথমেই বলতে হয় জুম অ্যাপের কথা এই লকডাউনের বাজারে এই অ্যাপটির কদর বেড়েছে হু হু করে তার প্রথম কারণ অবশ্যই এই কলিং অ্যাপটিতে বহু মানুষের সঙ্গে একসঙ্গে কথা বলা যায় ফলে অফিসের কনফারেন্স কল, স্কুলের অনলাইন ক্লাস...সবটাই হচ্ছে জুমের মাধ্যমে  • এছাড়াও রয়েছে হ্যাং আউট জিমেইল-এর এই অ্যাপটিতেও করতে পারেন ভিডিও কল গুগলের সিক্যুরিটির সঙ্গে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন স্কাইপিও এছড়াও হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের ভিডিও কলের অপশন তো আছেই

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.