এই লকডাউনে সবাই সবার থেকে দূরে ৷ যে যাঁর বাড়িতে রয়েছেন, লকডাউনে সবই বন্ধ ৷ ইচ্ছা হলেও প্রিয় মানুষটার কাছে যাওয়ার উপায় নেই ৷ কিন্তু ঘরে বসেই তাঁদের সঙ্গে জড়িয়ে থাকার উপায় তো রয়েছে ৷ কী ভাবে? এই প্রশ্নটাই নিশ্চয়ই আপনার মাথায় আসছে? খুবই সহজ ৷ মাত্র কয়েকটি অ্যাপ ডাউনলোড করে নিন নিজের মোবাইলে ৷ ব্যাস সমস্ত সমস্যার সমাধান ৷ এই মুহূর্তে কয়েকটি ভিডিও কলিং অ্যাপ দারুণ চলছে বাজারে ৷ এই কলিং অ্যাপগুলিতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে চুটিয়ে গল্প করুন ৷ • প্রথমেই বলতে হয় জুম অ্যাপের কথা ৷ এই লকডাউনের বাজারে এই অ্যাপটির কদর বেড়েছে হু হু করে ৷ তার প্রথম কারণ অবশ্যই এই কলিং অ্যাপটিতে বহু মানুষের সঙ্গে একসঙ্গে কথা বলা যায় ৷ ফলে অফিসের কনফারেন্স কল, স্কুলের অনলাইন ক্লাস...সবটাই হচ্ছে জুমের মাধ্যমে ৷ • এছাড়াও রয়েছে হ্যাং আউট ৷ জিমেইল-এর এই অ্যাপটিতেও করতে পারেন ভিডিও কল ৷ গুগলের সিক্যুরিটির সঙ্গে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন ৷
• ব্যবহার করতে পারেন স্কাইপিও ৷ এছড়াও হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের ভিডিও কলের অপশন তো আছেই ৷#কলকাতা: এই লকডাউনে সবাই সবার থেকে দূরে ৷ যে যাঁর বাড়িতে রয়েছেন, লকডাউনে সবই বন্ধ ৷ ইচ্ছা হলেও প্রিয় মানুষটার কাছে যাওয়ার উপায় নেই ৷ কিন্তু ঘরে বসেই তাঁদের সঙ্গে জড়িয়ে থাকার উপায় তো রয়েছে ৷ কী ভাবে? এই প্রশ্নটাই নিশ্চয়ই আপনার মাথায় আসছে? খুবই সহজ ৷ মাত্র কয়েকটি অ্যাপ ডাউনলোড করে নিন নিজের মোবাইলে ৷ ব্যাস সমস্ত সমস্যার সমাধান ৷ এই মুহূর্তে কয়েকটি ভিডিও কলিং অ্যাপ দারুণ চলছে বাজারে ৷ এই কলিং অ্যাপগুলিতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে চুটিয়ে গল্প করুন ৷ • প্রথমেই বলতে হয় জুম অ্যাপের কথা ৷ এই লকডাউনের বাজারে এই অ্যাপটির কদর বেড়েছে হু হু করে ৷ তার প্রথম কারণ অবশ্যই এই কলিং অ্যাপটিতে বহু মানুষের সঙ্গে একসঙ্গে কথা বলা যায় ৷ ফলে অফিসের কনফারেন্স কল, স্কুলের অনলাইন ক্লাস...সবটাই হচ্ছে জুমের মাধ্যমে ৷ • এছাড়াও রয়েছে হ্যাং আউট ৷ জিমেইল-এর এই অ্যাপটিতেও করতে পারেন ভিডিও কল ৷ গুগলের সিক্যুরিটির সঙ্গে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন ৷ • ব্যবহার করতে পারেন স্কাইপিও ৷ এছড়াও হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের ভিডিও কলের অপশন তো আছেই ৷