করোনার
কারণে গৃহবন্দি হয়ে আছেন সাধারণ
লোকেরা, লক ডাউনের কারণে
মানুষের হাতে টাকা শেষ
হয়ে আসছে, পকেটে টান পড়েছে সাধারণ
লোকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 21 দিনের লক ডাউন ঘোষণা
করেছেন দেশজুড়ে। এই অবস্থায় দেশের
আর্থিক অবস্থা বেশ ক্ষতির সম্মুখীন
হয়েছে। কিন্তু করোনার সাথে মোকাবিলা করতে
হলে একমাত্র পথ হলো সামাজিক
দূরত্ব বজায় রাখা।
এই
পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি জিও তাদের গ্রাহকদের
জন্য বিরাট চমক আনলো, দেশের
এই আর্থিক সংকটের জন্য গ্রাহকদের পাশে
বন্ধুর মতো এসে দাড়ালো
জিও। জিও তাদের গ্রাহকদের
মুখে হাসি ফোটাতে রিচার্জের
ক্ষেত্রে কিছু পরিবর্তন আনলো।
জিওয়ের
তরফ থেকে জানানো হয়েছে
যে, আগামী 17 ই এপ্রিল পর্যন্ত
সকল গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা
নিয়ে আসলো জিও। মঙ্গলবার
সংস্থার পক্ষ থেকে জানানো
হয়েছে যে, আগামী 17 ই
এপ্রিল পর্যন্ত দেশের সব গ্রাহকদের 100 মিনিট
ভয়েস কল ও 100 টি
এসএমএস একদম বিনামূল্যে দেওয়া
হবে।