বাঁকুড়া এবং পুরুলিয়ায় অনুভূত হল জোড়া ভূমিকম্প৷ এ দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দু'বার কেঁপে ওঠে বাঁকুড়া এবং পুরুলিয়া৷ কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৫.৪এবং ৪.১ ৷
এ দিন প্রথমে বেলা ১১.১৯ মিনিটে প্রথমবার কম্পন অনুভূত হয় বাঁকুড়া এবং পুরুলিয়ায়৷ রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৫.৪৷ ২ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল লাক্ষাদীপে ১০ কিলোমিটার মাটির নীচে৷
এর ঠিক পাঁচ মিনিট পর ১১.২৪ মিনিটে ফের কেঁপে ওঠে দুই জেলা৷ এবার কম্পনের তীব্রতা ছিল কিছুটা কম৷ ৪.১ তীব্রতার এই কম্পনের উৎসস্থল ছিল দুর্গাপুর থেকে ২১ কিলোমিটার পশ্চিমে৷
লকডাউনের মধ্যে জোড়া ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে৷ অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন৷ তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ এ দিন সিকিমেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷