রাজ্যে লকডাউন মানায় গাফিলতি হচ্ছে। চিঠি িদয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। যদিও গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি জায়গায় নজর রাখতে বলেছে কেন্দ্র। দাবি মুখ্যমন্ত্রীর।
করোনা রুখতে দেশজুড়ে লকডাউন। কিন্তু কেন্দ্রের দাবি, পশ্চিমবঙ্গে লকডাউন ঠিকমত মানা হচ্ছে না। মুখ্যসচিব ও পুলিশ প্রধানকে চিঠি দিয়ে কেন্দ্র জানিয়েছে,
পশ্চিমবঙ্গে লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না - অত্যাবশ্যক নয় এমন দোকানকেও ছাড় দেওয়া হয়েছে - সবজি,মাছের বাজারে নিয়ন্ত্রণ নেই - কলকাতার কয়েকটি এলাকায় লকডাউন মানা হচ্ছে না -মানিকতলা, নারকেলডাঙা, রাজাবাজার, তপসিয়া, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, - ইকবালপুরে লকডাউন অমান্য করা হচ্ছে - কিছু ক্ষেত্রে ধর্মীয় জমায়েত চলছে - সংক্রমণ রুখতে দ্রুত এসব বন্ধ করতে হবে
রাজ্যপাল জগদীপ ধনখড় এই বিষয় নিয়ে সওয়াল করেছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য শুরু থেকেই দাবি করেছেন, রাজ্যে ভালভাবে লকডাউন চলছে। এদিনও রাজ্যে লকডাউনে গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ব্যবসায় ক্ষতি সামাল দিতে রাজ্যে লকডাউনে কিছুক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী একাধিকবার সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিয়েছেন। শনিবারও রাজ্যবাসীকে লকডাউন মেনে চলতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।