টিম ইন্ডিয়ার সেরা PUBG প্লেয়ার কে? বহুদিন আগেই এই রহস্য ফাঁস করেছিলেন কুলদীপ যাদব। তিনি বলেন, কোহলির দলের সেরা PUBG প্লেয়ার এমএসডি। কিন্তু সেই ধোনিরই আগের মতো আর ফর্ম নেই। এমনই তথ্য ফাঁস করলেন ধোনির আইপিএল দল সিএসকে-র সতীর্থ দীপক চাহার।
করোনার কারণে ২১ দিনের লকডাউন চলছে দেশজুড়ে। বন্ধ ক্রিকেট। আইপিএলও ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত। এই অবস্থায় সব ক্রিকেটারই ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। নিজের পছন্দ মতো সময় কাটাচ্ছেন সকলেই। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা মজে টুইটার চ্যাটে। আর সেই চ্যাটেই ধোনিকে নিয়ে তথ্য ফাঁস করলেন চাহার।
প্রাক্তন ভারত অধিনায়কের (মহেন্দ্র সিং ধোনি) সঙ্গে এখনও কি আপনি PUBG খেলেন? উত্তরে দীপক চাহার জানান, "মাহি ভাই এখন আর আগের মতো খেলেন (PUBG)না। কিন্তু আমি খেলি। মাহি ভাই এখন অন্য গেম খেলে।" সেই সঙ্গে চাহার আরও বলেন, "বেশ কিছুদিন আগে দেখেছিলাম PUBG তে সেই আগের মতো আর ফর্ম নেই ধোনির। এখন পড়তির দিকে। এখন আর বুঝতে পারেন না কে কোথা থেকে শুটিং করছে। এতেই স্পষ্ট যে আর খেলার মধ্যে নেই ধোনি।"
In the inaugural episode of #AnbuDenLions, namma #Cherry got talking about playing PUBG with #Thala Dhoni and why guys love to learn the guitar! #WhistlePodu @deepak_chahar9 @RuphaRamani 🦁💛 pic.twitter.com/xDo6SFYiLe— Chennai Super Kings (@ChennaiIPL) April 7, 2020