ভারতীয়
সিনেমার কিং খান শাহরুখ
খানের মেয়ে সুহানা খান
তার বাবার পরিচিতির জন্য সোশ্যাল মিডিয়ায়
বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। সিনেমা
জগতে পা না দিলেও
এখনই তার ফ্যানের সংখ্যা
আকাশ ছোয়া। তার ফ্যান ফলোয়িং
যেকোনো সেলিব্রেটিদের চমকে দিতে পারে।
স্টারকিড হওয়ার কারণে তারা সবসময় লাইমলাইটে
থাকেন, তারা কি করেন
কি পড়েন তা জানার
জন্য সকলেই আগ্রহ নিয়ে থাকেন।
তাদের
মধ্যে সুহানা খান নিঃসন্দেহে এক
নম্বরে আছেন। এই মুহূর্তে সুহানা
খানও ঘরবন্দি হয়ে আছেন করোনার
কারণে। তবে ঘরে থেকেও
তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে গিয়েছেন। তিনিও
সামাজিক দূরত্ব বজায় রেখে চলেছেন
সকলের সাথে। তবে তিনি গৃহবন্দি
থাকাকালীন ব্যস্ত হয়ে আছেন নিজের
মেকআপ নিয়ে।
ঘরে বসে বসে বিভিন্ন মেকআপ কিট নিয়ে ব্যস্ত হয়ে আছেন তিনি। সদ্য সুহানা খান 20 এর কোঠায় পা দিয়েছেন। এরই মধ্যে সে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় তার মেকআপ লুক নিয়ে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা চলছে।
বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন নেটিজেনদের সাথে। একেক বার একেক রকম ছবি শেয়ার করেছেন সকলের জন্য। লক ডাউনের কারণে বাড়িতে বসে বসে সময় না কাটিয়ে তিনি বিভিন্ন ধরণের মেকআপ নিয়ে ছবি ছেড়েই সময় কাটাচ্ছেন শাহরুখ ও গৌরী খানের কন্যা সুহানা খান।