আগেই আর্জি জানানো হয়েছিল করোনার জন্য তৈরি ত্রাণ তহবিলে অনুদান দিতে৷ এবার আরও এক ধাপ এগিয়ে সাংসদ-মন্ত্রীদের মাসিক বেতন ৩০% কম করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ এই মর্মে একটি অর্ডিন্যাস জারি করা হল সোমবার৷ যা পাশ করল মন্ত্রীসভা৷ ১ বছরের জন্য কমছে বেতন৷ এবং এই টাকা যাবে প্রধানমন্ত্রী করোনা তহবিলে৷
শুধু
মাসিক বেতন নয়, সাংসদ-মন্ত্রীদের বিভিন্ন ধরণের ভাতা এবং পেনশনও
একইভাবে কমতে চলেছে৷ এই
দুর্যোগপূর্ণ সময়ের মোকাবিলা করতে এভাবে সাহায্যের
হাত বাড়িয়ে দিলেন দেশের সাংসদ-মন্ত্রীরা৷ ১ এপ্রিল ২০২০
থেকে কার্যকর হবে এই নতুন
ধারা৷
Union Cabinet approves Ordinance amending the salary, allowances and pension of Members of Parliament Act, 1954 reducing allowances and pension by 30% w.e.f. 1st April, 2020 for a year. pic.twitter.com/afToRH8bfy— ANI (@ANI) April 6, 2020
The President, Vice President, Governors of States have voluntarily decided to take a pay cut as a social responsibility. The money will go to Consolidated Fund of India: Union Minister Prakash Javadekar https://t.co/ExTFqVJTMa pic.twitter.com/xubj3ObqAn— ANI (@ANI) April 6, 2020