মাত্র চার দিন আগে মারা গিয়েছিলেন তাঁর মা। আজ, বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড অভিনেতা ইরফান খানও। প্রিয় অভিনতার মৃত্যুতে গোটা দেশেই শোকের ছায়া। বলি অভিনেতা থেকে রাজনৈতিক নেতা, ইরফানের মৃত্যুতে শোকে মুহ্যমান সকলেই।
জয়পুরের দামাল ছেলে ইরফান আসলে দেহ মনে ছিলেন এক ক্রিকেটার। সুযোগ মিলেছিল সিকে নাইডু ট্রফিতে খেলার। প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পেয়েও খেলা চালিয়ে যেতে পারেননি। একটা দরজা বন্ধ হলে খুলে যায় আরেকটা দরজা। ন্যাশানাল স্কুল অফ ড্রামায় পড়ার সুযোগ পান ইরফান। সেই সাফল্যের যাত্রাটা শুরু। আক্ষেপ একটাই , বড় তাড়াতাড়ি চলে গেলেন ইরফান। তাঁর মৃত্যুকে বিশ্ব সিনেমার ক্ষতি বলেই মনে করছেন অমিতাভ বচ্চন।
তিনি আজ টুইটারে লিখেছেন, "ইরফান আমাদের বড় তাড়াতাড়ি ছেড়ে চলে গেল। একটা বড় শূন্যতা তৈরি করে দিল এই মৃত্যু। ইরফান খুব উদার সহকর্মী ছিলেন, আর ওঁর প্রতিভা ছিল আকাশচুম্বী।"
ইরফানের মৃত্যুতে মুছেছে রাজনীতির দূরত্বও। দলমত নির্বিশেষে বহু হেভিওয়েট নেতামন্ত্রীও শেষ শ্রদ্ধা জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি স্তম্ভিত ওঁর চলে যাওয়ার খবরে। ওঁর কাজ আমাদের হৃদয়ে থাকবে। আমি ওঁর আত্মার শান্তি কামনা করি।" শেষশ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধিও।Too soon to leave @irrfank Ji. Your work always left me in awe. You’re one of the finest actors I know, I wish you stayed longer. You deserved more time. Strength to the family at this time.— Kamal Haasan (@ikamalhaasan) April 29, 2020
Shocked to hear of the demise of Irrfan Khan, one of the most exceptional actors of our time. May his work always be remembered and his soul rest in peace— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 29, 2020
বলিউডের তরুণ অভিনেতা অভিনেত্রীদের চোখেও জল ইরফানের চলে যাওয়ায়। তাপসী পান্নু টুইটারে লিখছেন, "এই লকডাইনে আমরা ভাবছিলাম এর থেকে খারাপ কিছু হতে পারে না। তখন জানতে পারলাম আপনি আর নেই। আমার মনে হয় আমি কখনও ভেবেই উঠতে পারব না যে আপনি নেই। আমি সবসময়ে জানব আমাদের পাশেই আছেন আপনি। প্রিয় ইরফান আপনি ছিলেন সবার সেরা।"
When we thought nothing could make us feel worse,this happened. I think I will refuse to believe you are no more by watching all your work time n again n again n again. I have known you that way n shall continue to know you that way for ever. You ARE the best we have #IrrfanKhan— taapsee pannu (@taapsee) April 29, 2020
ইরফানের মৃত্যুতে চোখে জল দীর্ঘদীনের বন্ধু অজয় দেবগনের চোখেও জল। ইরফানের পরিবারের প্রতি নিজের সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
Heartbroken to hear about Irrfan’s untimely demise. It’s an irreparable loss for Indian cinema. Deepest condolences to his wife & sons. RIP Irrfan.— Ajay Devgn (@ajaydevgn) April 29, 2020
২০১৮ সাল থেকেই কোলন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ইরফান। জীবন যেন করতলে রাখা আমলকি, লড়তে লড়তে হাসতেন সেভাবেই। বলতেন, এই প্রথম তারিয়ে তারিয়ে জীবনের স্বাদ উপভোগ করছি। চেরির স্বাদগ্রহণ এত তাড়াতাড়ি ফুরলো ইরফান!