প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ৷ মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান ৷ বয়স হয়েছিল ৫৪ ৷ মস্তিষ্কে এক জটিল টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। যার নাম ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’।
লন্ডনে কয়েক বছর ধরে চিকিৎসায়ও চলছিল তাঁর ৷ তবে শেষ অবধি লড়াই চালাতে পারলেন না ইরফান ৷ তবে মঙ্গলবার কোলন ইনফেকশন হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷
শেষবার তাঁকে দেখা গিয়েছিল হোমি আদজানির ‘অংরেজি মিডিয়াম’ ছবিতে ৷
২০১৮ সালের মার্চ মাস নাগাদ ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার পর সোশ্যাল নেটওয়ার্কে ইরফান নিজেই লিখেছিলেন, ‘জীবন কখনও আপনাকে একেবারে চমকে দেবে তার আন্দাজও করা যায় না ৷ ১৫ দিনের মধ্যেই আমার জীবন ঘিরে তৈরি হয়েছে রোমাঞ্চ ৷ তবে জানতে পেরেছি, আমার জীবনের গল্পে টুক করে ঢুকে পড়েছে এক কঠিন ও বিরল রোগ ? তবে আমি হারব না ৷ লড়ে যাব ৷ এই লড়াইয়ে আমার সঙ্গে রয়েছে আমার পরিবার, আমার বন্ধুরা ৷ আর আমার ভক্তদের কাছে অনুরোধ, আমার এই রোগ নিয়ে কোনও গুঞ্জনকেই প্রশয় দেবেন না ৷ আর এক সপ্তাহের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে৷ আসলে, আমার জীবনে কী ঘটতে চলেছে!’
ইরফানের অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বলিউডে ৷ বলিউডের তারকারা সোশ্যাল নেটওয়ার্কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ইরফানকে৷
T 3516 - .. just getting news of the passing of Irfaan Khan .. this is a most disturbing and sad news .. 🙏— Amitabh Bachchan (@SrBachchan) April 29, 2020
An incredible talent .. a gracious colleague .. a prolific contributor to the World of Cinema .. left us too soon .. creating a huge vacuum ..
Prayers and duas 🙏