ফেসবুক ও জিও-র চুক্তির প্রভাব সরাসরি পড়তে চলেছে দেশের টেলিকম
সেক্টরে ৷ ফেসবুকের এই বিনিয়োগের মাধ্যমে দেশের টেলিকম সেক্টরের টার্নঅ্যারাউন্ড
হতে চলেছে অথার্ৎ লোকসান থেকে লাভের দিকে ফিরতে পারে বলে মনে করা হচ্ছে ৷
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক দেশের সবচেয়ে বড় চেলিকম সংস্থা
রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে ৪৩৫৭৪ কোটি টাকা দিয়ে ৷ এর
মাধ্যমে রিলায়েন্স রিটেলের নিউ কমার্স ব্যবসা দ্রুত গতিতে বাড়বে বলে মনে করা
হচ্ছে ৷ জিওমার্ট প্ল্যাটফর্মে রিটেল ব্যবসা বাড়ানোর জন্য এই চুক্তি করা হয়েছে ৷
এর জেরে হোয়াটসঅ্যাপে ছোট ব্যবসায়ীরা সাহায্য পেতে চলেছে ৷
এ বার সেই গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম অন্যমাত্রা পেতে চলেছে ফেসবু-জিও
চুক্তির (Facebook-Jio
Deal) পরে৷ বিশেষ করে
পাড়ার ছোট মুদিখানার দোকানিদের জন্য এটা খুবই বড় সুখের খবর৷ হকার, ছোট মুদির দোকানগুলিকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে
ফেসবুকের অনলাইন মেসেঞ্জার WhatsApp-কে কাজে লাগানো
যাবে৷ এর ফলে পাড়ার মুদির দোকান, হকারদেরই লাভ৷
এই চুক্তির জেরে ৪.৭৭ লক্ষ কোটি টাকার Enterprise Value হবে ৷ পাশাপাশি JIO-র EBITDA দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সূত্রের খবর
অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে যে টাকা আসবে তা রিলায়েন্স
তাদের ঋণ মেটাতে ব্যবহার করবে ৷ আরআইএল-এর ২৮০০০ কোটি টাকার ঋণ কম হতে পারে ৷ RIL-BP চুক্তির মাধ্যমে ৭০০০ কোটি টাকা আরও মিলবে ৷ এর
জেরে সংস্থার বেশ লাভ হতে চলেছে ৷
EQUIRUS এর তরফে
জানানো হয়েছে যে এই চুক্তি জিও-র মার্কেট শেয়ার বাড়তে সাহায্য করবে ৷ এর জেরে
প্রায় ৪০০ কোটি ডলারের ঋণ কম হতে পারে ৷