নিউজ
এজেন্সি পিটিআই এর সূত্র অনুযায়ী,
শীঘ্রই কেন্দ্র সরকার ক্যুরিয়র ও পার্সেল পরিষেবা
চালু করার অনুমতি দিতে
পারে ৷ করোনা ভাইরাস
মহামারীর জেরে গোটা দেশে
২১ দিনের লকডাউন চলছে ৷ ক্যুরিয়র
ও পার্সেল পরিষেবা চালু করা হলে
বিভিন্ন সংস্থাগুলি গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে পারবেন
৷ সংস্থাগুলির কাছে কাজ সংক্রান্ত
বিপুল পরিমাণের নথি জমা হয়ে
গিয়েছে যা দেশের বিভিন্ন
প্রান্তে পাঠাতে হবে ৷
সূত্রের
খবর অনুযায়ী, ক্যুরিয়র ও পার্সেল পরিষেবা
নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ইন্ডাস্ট্রির
জন্য নথি আদান-প্রদান
করা অত্যন্ত জরুরি ৷ তাই এই
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে
৷
এর
পাশাপাশি বাণিজ্য মন্ত্রালয় গৃহ মন্ত্রালয়কে পরামর্শ
দিয়েছে যে এক্সপোর্টের সঙ্গে
যু্ক কারখানাগুলি ন্যূনতম কর্মী দিয়ে কাজ করার অনুমতি
দেওয়া হোক ৷ আগামী
দিনে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া
হবে যে ২১ দিনের
লকডাউন বাড়ানো হবে না তুলে
নেওয়া হবে ৷