করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বছর বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাসকে রোধের জন্য চলমান কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ভিডিও কনফারেন্স আয়োজন করা হয়। ৬৪ জেলার কর্মকর্তারা এ ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।
এ সময় প্রধানমন্ত্রী সবাইকে বলেন, দেশের করোনা পরিস্থিতিতে জনসমাগমের কারনে আরো বিপদ বাড়তে পারে।
বাংলা নববর্ষের উৎসবে এ বছর জনসমাগম হয় তেমন কিছু করা যাবেনা। আগে জনগনের সুরক্ষা। পরে অনুষ্ঠান। তবে ডিজিটাল ব্যবস্থায় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
প্রধানমন্ত্রীর কার্যালয় এ কনফারেন্সে ছিল্রন
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা। এছাড়াও (ডিসি) ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়,
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা। এছাড়াও (ডিসি) ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়,
মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাই সংযুক্ত ছিলেন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্যমতে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী আছে ৪৯ জন।
এর মধ্যে পাঁচ জন মারা গিয়েছে।১৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৫ জন।