গৃহবন্দি
সকলেই,বাড়িতেই সময় কাটাতে হচ্ছে
আট থেকে আশি সকলকেই।
আগামী 14 ই এপ্রিল পর্যন্ত
চলবে দেশজুড়ে লক ডাউন। করোনাকে
বুড়ো আঙুল দেখাতে হলে
সামাজিক দুরত্ব হলো একমাত্র মাধ্যম।
এই সময় সাধারণ মানুষ
থেকে শুরু করে সেলিব্রেটি
সকলেই বাড়িতে অবসর যাপন করছেন।
এই
লক ডাউনের মাঝে হট অবতারে
ধরা দিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। নিজের সোশ্যাল সাইট থেকে উষ্ণতা
ছড়ানো ভিডিও শেয়ার করলেন সকলের সাথে, সাথে রাখলেন চ্যালেঞ্জ।”ধীমে ধীমে” গানে
নেচে ভাইরাল হলেন তিনি। নীল
রঙের হট প্যান্ট পরে
কালো রঙের টিশার্ট পরে
উদ্দাম নাচলেন ক্যামেরার সামনে।
এই
গানের সাথে কোমর দুলিয়ে
উষ্ণতা ছড়িয়ে দিলেন নেট দুনিয়ায়। বিখ্যাত
অভিনেত্রী অপরাজিতা আদ্য এই গানের সাথে পা মিলিয়ে সকলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবার সেই চ্যালেঞ্জকে মেনে নিয়ে সায়ন্তনী পা মেলালেন। এখন দেখার কে এই চ্যালেঞ্জ পুরোপুরি ভাবে জিতে নেয়।
অভিনেত্রী অপরাজিতা আদ্য এই গানের সাথে পা মিলিয়ে সকলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবার সেই চ্যালেঞ্জকে মেনে নিয়ে সায়ন্তনী পা মেলালেন। এখন দেখার কে এই চ্যালেঞ্জ পুরোপুরি ভাবে জিতে নেয়।